যশোরে প্লাস্টিক কারখানার আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ১৫:৩৭
যশোরে প্লাস্টিক কারখানার আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঈদের দ্বিতীয় দিনে যশোর সদর ‍উপজেলার বাহাদুরপুর মেহগনি তলায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।


১৮ জুন, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে শহরের বাহাদুরপুর মেহগনি তলায় আব্দুস সালাম নামে এক ব্যক্তির প্লাস্টিক কারখানায় এ আগুন লাগে। এসময় যশোর মাগুরা সড়কের উভয় পাশে লম্বা যানজটের সৃষ্টি হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


স্থানীয়রা জানায়, গত কয়েক বছর ধরে এই গুদামে বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক ভাঙারির জিনিসপত্র ওই গুদামে জমা করে রাখতো। মঙ্গলবার সকালে হঠাৎ করে ওই গুদামে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে দ্রুত ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।


কারখানার মালিক আব্দুস সালাম জানান, সকালে স্থানীয়রা আগুন লাগার খবর দেন। এরপর বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।


যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ১১টা ৪ মিনিটে আমারা আগুনের সংবাদ পাই। এরপর যশোর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও যশোর সেনানিবাসের ২টি ইউনিটের সাহায্যে আমরা ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা সম্ভব না।


তিনি আরো বলেন, যেহেতু এটা প্লাস্টিক সে কারণে আগুন পুরোপুরি নেভাতে একটু সময় লাগবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্লাস্টিক বা কাগজে বৈদ্যুতিক শর্ট থেকে আগুন লাগতে পারে।


এদিকে এ ঘটনায় যশোর-মাগুরা মহাসড়কের দুই পাশে পাঁচ কিলোমটার মহাসড়ক জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঈদের দ্বিতীয় দিনে এ পথে যাতায়াত করা যাত্রীরা।


ঢাকামুখী যাত্রী শাহরিয়ার হোসেন বলেন, আমি জরুটি প্রয়জনে পরিবার নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, আগুন লাগার কারনে ঘন্টা খানেক যাবত এখনে যানজটে আটকা পড়েছি। গাড়ি নড়ছে না। কতক্ষণ লাগবে কেউ কিছু বলতে পারছে না। ছোট বাচ্চা নিয়ে বেশ ভোগান্তিতে পড়েছি।


তালবাড়িয়া ফাঁড়ির আইসি ইকরামুল হাসান বলেন, আগুনের কারণে সড়ক বন্ধ আছে। এ কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। তবে ঠিক কত কিলোমিটার যানজট সেটা এখনও বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মহাসড়ক স্বাভাবিক করা যাচ্ছে না। আমি নিজেও ঘটনাস্থলে আছি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com