দৌলতপুরের আল্লারদর্গায় ছিল জমজমাট পশুহাট
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ২১:১৩
দৌলতপুরের আল্লারদর্গায় ছিল জমজমাট পশুহাট
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আর একদিন পরেই কোরবানির ঈদ বা ঈদুল আযহা। তাই শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কোরবানির পশু ক্রেতা বিক্রেতারা। দাম নিয়েও ছিল তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া।


১৫ জুন, শনিবার ছিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা পশুহাট।


এ পশুহাটে জমজমাট অবস্থা দেখা গেছে। তবে সীমান্তবর্তী উপজেলা হওয়া সত্ত্বেও এখানে দেখা মেলেনি ভারতীয় গরুর। ছোট বা বড় খামারি এবং প্রান্তিক পর্যায়ের কৃষকদের লালন পালন করা দেশীয় নানা প্রজাতির ছোট বড় গরুর সমাগম ছিল বেশী এ হাটে। দাম নিয়েও ক্রেতা- বিক্রেতাদের মাঝে সন্তুষ্টি অসন্তুষ্টি লক্ষ্য করা গেছে।


তারপরও পছন্দের কোরবানির পশুটি ক্রয় করে আনন্দ বাড়ি ফিরতে দেখা গেছে ক্রেতাদের। ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা মূল্যের পশু বিক্রয় হতে দেখা গেছে বেশী। তবে বড় মাপের গরু বিক্রয় কম হয়েছে। ফলে বড় গরু পালনকারীরা খামারি বা কৃষকদের অসন্তুষ্টি বা ক্ষোভ নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। ছাগলও বিক্রয় হয়েছে বেশী। দাম তুলনামূলকভাবে সহনীয় বা হাতের নাগালে ছিল।


শনিবার আল্লারদর্গা পশুহাটে কোরবানির পশু ক্রয় করেছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ রেজাউল হক চৌধুরী। তিনি তীব্র ও ভ্যাপসা গরমের মধ্যে ঘুরে ঘুরে নিজেই পছন্দের কোরবানির পশু ক্রয় করেছেন।


একইভাবে কোরবানির পশু ক্রয় করেছেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।


তিনিও পশুহাটের এক প্রাপ্ত থেকে অপরপ্রাপ্ত ঘুরে পছন্দের


কোরবানির পশু ক্রয় করেছেন। গতকাল সরেজমিনে পশুহাটে গিয়ে জমজমাট পশুহাটে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের এ চিত্র লক্ষ্য করা গেছে।


কোরবানির পশুটি রোগাক্রান্ত বা অসুস্থ কিনা তা দেখভাল করেছে দৌলতপুর প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা।


বিবার্তা/শরীফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com