
কুষ্টিয়ার মিরপুরে বিজিবি’র অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার হয়েছে।
১৪ জুন, শুক্রবার বিকেলে মিরপুর রেলওয়ে ষ্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের দিক নির্দেশনায় সুবেদার মো. এ কে এম আলম খানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুর রেলওয়ে ষ্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এসময় মালিক বিহীন অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় পোড়াদহ রেলওয়ে ষ্টেশন থানায় জিডি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
বিবার্তা/শরীফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]