
কালনা-নড়াইল-যশোর মহাসড়কে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালি ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদ শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত নাহিদ শেখ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত নাহিদ শেখ শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইলে তার চাচা তুষার শেখের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের নিজ বাড়িতে আসছিল। প্রতিমধ্যে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ শেখ মারা যায়।
এ ব্যাপারে তুলরামপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শওকত হোসেন বলেন, হাওয়াইখালি ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নাহিদ শেখ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বিবার্তা/শরিফুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]