
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবীর হোসেন (১২) নামের শিশু নিহত হয়েছে। ১২ জুন, বুধবার দুপুরে উপজেলার ভাটই বাজারে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আবীর শৈলকুপার দুধসর গ্রামের মো. শানু বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ ফয়সাল আহমেদ জানান, দুপুরে পৌনে একটার দিকে দাদীর সাথে ভাটই বাজারে ছাগল বিক্রি করতে এসেছিল আবীর। এসময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় পেছনের দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের ডান চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই আবিরের মৃত্যু হয়। পরে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঝিনাইদহ শৈলকুপা থানার ওসি মো. সফিকুল ইসলাম চৌধুরী, ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঘাতক গাড়ি ও চালককে আটক করা হয়েছে এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]