সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১৬:২৭
সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‍্যাব। ১১ জুন, বুধবার বেলা ১১টায় মোংলার স্থায়ী বন্দর এলাকার পিকনিক কর্নারে সাবেক জলদস্যু পরিবারের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন র‍্যাব- ৮এর কর্মকর্তারা।


এ সময় মোংলার ৬২জন আত্মসমর্পণকারী সাবেক দস্যু পরিবার পান এ উপহার সামগ্রী।


উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কুসমিস, জিরা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ ও টুকরি।


উল্লেখ্য, ২০১৬ সালের ৩১মে থেকে ২০১৮ সালের ১লা নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে সুন্দরবনের ২৭টি দস্যু বাহিনীর ২৮৪জন সদস্য র‍্যাব-৮ এর মাধ্যমে আত্মসমর্পণ করেন। এরপর ২০১৮সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আত্মসমর্পণকারীদের ৮৬জনকে ঘর, ৭৬জনকে মুদি দোকান, ১০৫জনকে গরু ও ১৬জনকে নৌকা প্রদান করা হয়।


এছাড়া প্রতি বছর প্রত্যেক আত্মসমর্পণকারী দস্যু পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।


বিবার্তা/জাহিদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com