কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১৪:২৫
কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের উলিপুরে ধরলা নদীর চরে জমি নিয়ে বিরোধের জেরে মোক্তব আলী নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।


৯ জুন, রবিবার দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আক্কেল মামুদ গ্রামের নতুন ব্যাপারীপাড়া চর এলাকায় এ ঘটনা ঘটে।


উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, আক্কেল মামুদ গ্রামের নতুন ব্যাপারীপাড়া চর গ্রামের মোক্তব আলীর সঙ্গে একই গ্রামের হামিদ আলীর সঙ্গে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে মোক্তব আলীকে পিটিয়ে হত্যা করে হামিদ আলীসহ তার লোকজন।


স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, মোক্তব আলীর সঙ্গে একই গ্রামের হামিদ আলীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ব্রহ্মপুত্র নদের ভাঙনে মোক্তব আলীর বসতঘর ভেঙে যায়। রবিবার সকালে ব্যাপারীপাড়া নতুন চরে বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যান মোক্তব আলী। এ সময় হামিদ আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অতর্কিতভাবে হামলা চালালে মোক্তব আলী ঘটনাস্থলে নিহত হয়।


ওসি গোলাম মর্তুজা বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। দীর্ঘ ১৭ বছর ধরে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে জানতে পেরেছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com