
ঘূর্ণিঝড়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আনুটিলা এলাকায় ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (২১) নামে এক ফায়ার সার্ভিস সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মে) রাত ১২টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খাগড়াছড়ি ফায়ার স্টেশন ইনচার্জ জানায়, গতকাল খাগড়াছড়িতে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ ছিল না। ঘূর্ণিঝড় রেমালের ফলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ে যায়। রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেয়ে গাছ অপসারণ করতে থাকে। কাজ শেষের পর্যায়ে বিদ্যুৎ চলে আসলে রাসেল হোসেন বিদ্যুতায়িত হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি দুঃখজনক। দেশের জন্য সেবা করতে গিয়ে নিজেরাই বিপদগ্রস্ত হচ্ছি।
খাগড়ছড়ি ফায়ার স্টেশন ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, লাশ ময়না তদন্ত করে আমরা তার বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি ২০২৩ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।
বিবার্তা/মামুন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]