
পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে আবারো শ্যামল কান্তি চাকমাকে সভাপতি ও মিটন চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
২৫ মে, শনিবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন অমল বিকাশ চাকমা।
এতে জানানো হয়, মহান পার্টি ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটি গত ২৩ ও ২৪ মে ২০২৪ দুইদিন ব্যাপী পার্টির কেন্দ্রীয় কমিটির সকল সদস্যদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকলের সম্মতি ক্রমে ১১ সদস্য বিশিষ্ট এক নতুন কমিটি গঠন করা হয়।
এতে শ্যামল কান্তি চাকমাকে সভাপতি ও মিটন চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ কমিটি ২৫মে ২০২৪ থেকে কার্যকর হবে। এছাড়া পার্টির সাংগঠনিক বা অন্য যে কোন প্রয়োজনে পার্টির প্রধান সভাপতির অনুপস্থিতে সাধারণ সম্পাদক পার্টির সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন বলে এতে জানান।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর তথ্য ও প্রচার সম্পাদক অমল বিকাশ চাকমা প্রেরিত বার্তায় এ তথ্য জানান। সব গঠিত কমিটির মেয়াদকাল ৩ বছর বলবৎ থাকবে বলে সূত্র জানায়।
বিবার্তা/মামুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]