
টানা ৭ দিন তাপমাত্রা কম থাকার পরে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। বর্তমানে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।
১৪ মে, মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ।
আর বিকেল ৩ টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।
তিনি বলেন, বৃষ্টিপাতের পর চুয়াডাঙ্গায় কিছুদিন তাপমাত্রা কম ছিল। আবারও এ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে প্রচুর ঘাম হচ্ছে এবং গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
বিবার্তা/আসিম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]