
সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে খাদিজা খাতুন নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
১০ মে, শুক্রবার দুপুরে কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু খাদিজা খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী গ্রামের ওয়াজেদ আলী গাজীর মেয়ে। সে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়তো।
খাদিজার স্বজনরা জানান, শুক্রবার দুপুরে শিশু খাদিজা খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের কলারোয়া সরকারি কলেজের পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তার স্বজন এবং এলাকাবাসীরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে।
শিশুটিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]