নড়াইলে আইসিটি সরঞ্জাম ও আসবাবপত্র বিতরণ
প্রকাশ : ০৫ মে ২০২৪, ১৫:৫১
নড়াইলে আইসিটি সরঞ্জাম ও আসবাবপত্র বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে শিক্ষার উন্নয়ন ও মানব উন্নয়নে প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করণে পিছিয়ে পড়া ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সরঞ্জাম, আসবাবপত্র বিতরণ করা হয়েছে।


৫ মে, রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে এই সকল সরঞ্জাম বিতরণ করা হয়।


স্মার্ট নড়াইল কর্নার স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে নড়াইল সদর উপজেলায় ৫টি, লোহাগড়া উপজেলায় ৪টি ও কালিয়া উপজেলায় ৪টি সহ মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর, ১টি পোর্টেবল প্রজেকশন স্ক্রিন, ১টি বুক শেলফ ও ৬টি ভিজিটর চেয়ার হস্তান্তর করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি এলজি) জুলিয়া সুকায়না, মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসসহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ আইসিটি সরঞ্জাম, আসবাবপত্র গ্রহণ করেন।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com