ফেনীতে ‘বীর নিবাস’ পাচ্ছেন আরও ৩১ বীর মুক্তিযোদ্ধা
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১৭:৫৬
ফেনীতে ‘বীর নিবাস’ পাচ্ছেন আরও ৩১ বীর মুক্তিযোদ্ধা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর দাগনভুঞায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আরও ৩১ বীর মুক্তিযোদ্ধা পরিবার পাচ্ছেন ‘বীর নিবাস’। প্রথম পর্যায়ে এ উপজেলায় নির্মিত হয়েছে ১২টি বীর নিবাস।


২২ এপ্রিল, সোমবার উপজেলার রামনগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক মিয়ার বাড়িতে বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করেন দাগনভুঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, দাগনভূঞা প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।


জানা গেছে, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী এবং সন্তানদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে সরকার পাকা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। প্রতিটি ঘরের আয়তন ৭৩১ বর্গফুট। বীর মুক্তিযোদ্ধাদের নিজ জমিতে বীর নিবাস নামে প্রধানমন্ত্রীর উপহারের এ পাকা ঘর নির্মাণ কাজ তদারকি করছেন উপজেলা প্রশাসন।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, প্রথম পর্যায়ে দাগনভুঞায় ১২ টি 'বীর নিবাস' পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় পর্যায় ৩১টি ‘বীর নিবাস’ নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৮ লাখ ৭৮হাজার ৯৬২ টাকা।


উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা বলেন, মহান স্বাধীনতাযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীরনিবাস নির্মাণ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছেন। শিডিউল অনুযায়ী নির্মাণ কাজ বাস্তবায়ন করতে নিয়মিত তদারকি করবে উপজেলা প্রশাসন।


বিবার্তা/মনির/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com