
ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল, মদ, গাঁজা, ইয়াবাসহ মোশারফ হোসেন ভূঁইয়া (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল, রবিবার সকাল ১১টার দিকে ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া দৌলতপুর ভূঁইয়া বাড়িতে অভিযান চালিয়ে ওই বাড়ির মৌলভি আমির হোসেনের ছেলে মোশারফ হোসেন ভূঁইয়ার ঘরে তল্লাশি চালায়।
এসময় তার ঘরের একটি কক্ষ থেকে ২৭ বোতল ফেন্সিডিল, দুই কেজি গাঁজা, ৩৬ বোতল মদ, ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা।
অভিযানকালে উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মোজাম্মেল হক, উপ পরিদর্শক আবু তাহের, আবুল বাশার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আবু তাহের জানান, এঘটনায় পরিদর্শক মোজাম্মেল হক বাদী হয়ে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ধৃতকে থানায় হস্তান্তর করা হয়।
বিবার্তা/মনির/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]