দৌলতপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ১২:৩৯
দৌলতপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দৌলতপুর উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।


১৭ এপ্রিল, বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


এসময় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ, দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান, বীর মুক্তিযোদ্ধাগণ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এরপর কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ রেজাউল হক চৌধুরীর নেতৃত্বে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ রেজাউল হক চৌধুরী।


বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন-দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান, আদাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুতাসিন বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা জান মহম্মদ, আব্দুস সোবহান, পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।


আলোচনা সভা পরিচালনা করেন দৌলতপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com