পঞ্চগড়ে দুই দিন ব্যাপী বর্ষ বরণ উৎসব
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ১২:৩৫
পঞ্চগড়ে দুই দিন ব্যাপী বর্ষ বরণ উৎসব
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের বোদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিন ব্যাপী বর্ষ বরণ উৎসব শুরু হয়েছে।


বাংলা বর্ষ ১৪৩১। বাংলার চিরায়ত উৎসব। চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’-এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বোদার বাঙালিরা।


বাংলা নববর্ষকে কেন্দ্র করে পঞ্চগড় বোদায় গ্রামগঞ্জে বৈশাখি মেলা বসে। কৃষিজ পণ্য, কুটির শিল্প দ্রব্য, মৃৎ ও হস্তশিল্প দ্রব্য প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় আসবাবপত্র, খেলনা ইত্যাদি ক্রয়-বিক্রয়ের ধুম পড়ে মেলায়।


দোকানিরা সারা বছরের বাকীর খাতা সমাপ্ত করার জন্য পহেলা বৈশাখের দিনে নতুন সাজে বসেন দোকানে। গ্রাহকদের মিষ্টিমুখ করিয়ে শুরু করেন নতুন বছরের ব্যবসার সূচনা।


বোদা উপজেলা বটমূল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, বোদা পাইলট গার্লস
স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন ও বোদা পাইলট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক উপস্থিত ছিলেন।


বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রধান উপাদান। এ উৎসবে প্রধান অনুষঙ্গ বৈশাখি মেলা। এছাড়া আমানি, রাজপুণ্যাহ, হালখাতা, গাজনের গান ইত্যাদি গ্রামীণ অনুষ্ঠান যা আগের দিনে মাস জুড়ে চলতো।


হিজরি সনকে ভিত্তি করেই বাংলা সনের উৎপত্তি। মুঘল সম্রাট আকবরের (১৫৫৬-১৬০৫) আমলে বাংলার কৃষকদের সুবিধার্থে হিজরি সনকে ভিত্তি ধরে বাংলা সনের প্রবর্তন করেন। ইংরেজ শাসনামল অবসানের পর কালক্রমে ‘নববর্ষ’ উদ্‌যাপন উৎসবে পরিণত হয়েছে।


বিশেষ করে রাষ্ট্রভাষা আন্দোলন ও তৎপরবর্তী কালের ঘটনা বাংলা ‘নববর্ষ’ উদ্‌যাপনকে প্রাণবন্ত ও বিস্তৃত করেছে।


বিবার্তা/দোলন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com