গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ২০:০১
গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উৎসব মুখর পরিবেশে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্‌যাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩১।


১৪ এপ্রিল, রবিবার সকালে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর।


এসময় গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মো. কামাল হোসেন, পৌর মেয়র মো. মতলুবর রহমানসহ জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরে স্বাধীনতা প্রাঙ্গণে বর্ষবরণ উৎসবে জাতীয় সংগীত, এসো হে বৈশাখ গান পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়।


নববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয়ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) সহযোগিতায় স্বাধীনতা প্রাঙ্গণে পহেলা বৈশাখ হতে সাত দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ মেলায় ৪০টি স্টল রয়েছে।


অপরদিকে, উৎসব মুখর পরিবেশে জেলার সকল উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক পৃথকভাবে নববর্ষ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়।


বিবার্তা/খালেক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com