হিলি স্থলবন্দর দিয়ে এক দিনে ১২'শ মেট্রিক টন আলু আমদানি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ১৫:৪৭
হিলি স্থলবন্দর দিয়ে এক দিনে ১২'শ মেট্রিক টন আলু আমদানি
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে বন্ধের আগের দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৪৭টি ট্রাকে ১ হাজার ১৯৮ মেট্রিকটন আলু আমদানি হয়েছে।


৮ এপ্রিল, সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে এসব আলু ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।


বিষয়টি হিলি স্থল ও শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা হারুন উর রশিদ নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে বন্দর ছুটির আগের দিনে হঠাৎ ভারতীয় ৪৭ টি ট্রাকে ১ হাজার ১৯৮ মেট্রিক টন আলু ভারত থেকে আমদানি হয়েছে। যা হিলি বন্দরের রেকর্ড।


হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব বলেন, আগে প্রতিদিন গড়ে ২-৩ গাড়ি আলু আমদানি হলেও বর্তমানে সেই সংখ্যা দাড়িয়েছে ১০/১২ গাড়িতে।


কিন্তু পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষ উপলক্ষ্যে ছুটির আগের দিন সোমবার, ৮ এপ্রিল হঠাৎ একদিনে ৪৭টি ভারতীয় ট্রাকে ১ হাজার ১৯৮ মেট্রিকটন আলু আমদানি হয়েছে।


তিনি আরো জানান, আলু যেহেতু কাঁচা পণ্য দ্রুত বাজারজাত করতে না পরলে পচে যাবে। তাই বন্দরের কার্যক্রম দ্রুত শেষে করে আমদানিকারকদের চাহিদা মোতাবেক গাড়িগুলো ছাড়করণ করা হচ্ছে।


এদিকে হিলি বন্দরের স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, বন্দর দিয়ে ভারতীয় আলু আমদানি বৃদ্ধি পেলেও বাজারে দামে কোনো প্রভাব পড়েনি। আগের দামেই বিক্রি হচ্ছে আলু। ভারতীয় আমদানিকরা আলু ৩১ থেকে ৩২ টাকা কেজি, হল্যান্ড (দেশীয় হাইব্রিড) ৩২ টাকা এবং দেশি আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


বিবার্তা/রববানী/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com