ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ২০:৩৪
ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে আকরাম হোসেন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।


৮ এপ্রিল,সোমবার দুপুরে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আকরাম হোসেন জেলার হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের তোয়াব আলীর ছেলে। তিনি হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ছিলেন।


তবে পুলিশ বলছে, মাদক মামলার আসামি আকরাম হোসেনকে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করার জন্য হরিপুর থানা থেকে রওনা দেওয়া হয়। পথে অসুস্থতা বোধ করলে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, দুপুর ১টা ৪৫ মিনিটে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। মূলত মৃত অবস্থায় নিয়ে আসা হয় তাকে। হাসপাতালে এখন পর্যন্ত তার মরদেহ রয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না কী কারণে তার মৃত্যু হয়েছে।


নিহতের স্বজনরা জানান, গতকাল রবিবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে আকরাম হোসেনকে পুলিশ সন্দেহজনকভাবে তুলে নিয়ে আসে। পরবর্তীতে রাত ১১টার দিকে পরিবারে পরিবারে পক্ষে থেকে দেখা করতে গেলে অল্প সময়ের জন্য দেখা হয়। কী কারণে মারা গেছে এখন পর্যন্ত আমরা কিছুই জানি না। এখন পর্যন্ত আমরা লাশটাও দেখতে পাইনি। লাশ আনলে বুঝতে পারবো তিনি কী কারণে মারা গেছেন এবং তার শরীরে কোনো আঘাত রয়েছে কিনা।


মাদক মামলার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, এর আগে কোনো মাদক মামলার আসামি ছিলেন না এবং তিনি মাদক সেবনও করতেন না। আজকে সকাল ৯টায় তাকে আদালতে চালান দেওয়ার কথা ছিল। কিন্তু কী কারণে চালান দেয়নি সেটা আমরা বলতে পারি না।


এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক সাংবাদিকদের জানান, আকরাম হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রাতে গ্রেফতার করা হয়। আজ থানা থেকে আদালতে পাঠানোর জন্য তাকে থানা থেকে রওনা দেওয়া হয়। পথিমধ্যে আকরাম আলী শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।


অন্যদিকে, এক বিবৃতিতে হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচীব আকরাম হোসেন পুলিশী নিষ্ঠুর নির্যাতনে মৃত্যু ও পুলিশ কর্তৃক পৈশাচিক, নির্দয় ও নিষ্ঠুরভাবে হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিবার্তা/মিলন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com