কক্সবাজার উপজেলা প্রেসক্লাবের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ২১:৪৯
কক্সবাজার উপজেলা প্রেসক্লাবের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩ এপ্রিল) শহরের অভিজাত হোটেলে প্রেসক্লাবের সভাপতি আরিফুল্লাহ নূরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়ছারুল হক জুয়েল।


প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী পিপিএম।


প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক সনৎ কুমার ভৌমিক।


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনএইচসিআর কর্মকর্তা জামাল উদ্দিন ও কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।


প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির স্টাফ রিপোর্টার সাইফুর রহিম শাহীন, দৈনিক গণসংযোগের প্রধান সম্পাদক আদনান সাউদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন ছিদ্দিকী, এশিয়ান টিভির কক্সবাজার প্রতিনিধি মো. শফিক, আরজেএফ কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রাজ্জাক, দৈনিক আমাদের কক্সবাজারের নির্বাহী সম্পাদক আয়াছ রনি, দৈনিক গণসংযোগের নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন, ঝিলংজা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক রাশেদুল করিম রাশেদ, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা মো. ইউনুছ, দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি মো. এরফান হোসাইন।


এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ সিকদার, দৈনিক সমুদ্র কণ্ঠের সহ সম্পাদক সেলিম সরোয়ার চৌধুরী, বিডি সমাচারের জেলা প্রতিনিধি অন্তর দে বিশাল, আরজেএফের জেলা সাধারণ সম্পাদক রমজান আলী, সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দু শুক্কুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সাগর দেশের সহ সম্পাদক রাসেল উদ্দিন, সহ সভাপতি সায়েদ, সহ সভাপতি আবছার কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন সিকদার, অর্থ সম্পাদক জাফরুল ইসলাম রানা। প্রেসক্লাবের সদস্য জসিম উদ্দিন আবির, শায়েক আহমদ, ইকবাল চৌধুরী, রাশেদুল আলম রাশেদ, নুরুল ইসলাম, মোস্তাফা জামান চৌধুরী, মো. নোমান, রায়হান উদ্দিন, মো. হোসেন সুমন, ইয়াসিন আরাফাত, ফয়সাল মাহমুদ, মইন উদ্দিন প্রমুখ।


অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সদর উপজেলা প্রেসক্লাব। এছাড়াও শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে রায়হান উদ্দিন, মননশীল ও সংবাদ প্রকাশে সাহসিকতায় সাহাব উদ্দিন সিকদার, প্রেসক্লাবের উন্নয়নে বিশেষ অবদানে রাসেল উদ্দিন ও ইকবাল চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা মো. ইউনুছ।


সভায় বক্তারা বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ। কক্সবাজারে প্রতিনিয়ত অপসাংবাদিকতা বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যেও সুনিপুণ নেতৃত্বে ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে সদর উপজেলা প্রেসক্লাব সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নৈতিকতায় চ্যালেঞ্জ হিসেবে চলছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ ও জাতি গঠনে ভূমিকা পালন করছে সদর উপজেলা প্রেসক্লাব। সভায় অতিথিবৃন্দ সদর উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন নৈতিক কাজের প্রশংসার মধ্য দিয়ে সফলতা কামনা করেন।


বিবার্তা/ফরহাদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com