ইউপি নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন
লক্ষ্মীপুরে বিএনপির কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ২১:২৬
লক্ষ্মীপুরে বিএনপির কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করে বিএনপির কার্যালয়ে এক চেয়ারম্যান প্রার্থী সরকারি ভিজিএফের চাল বিতরণ করেছেন। দালাল বাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল এ চাল বিতরণ করেন। তিনি আগামী ২৮ এপ্রিলের নির্বাচনে ইউপি চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


৩ এপ্রিল, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দালাল বাজার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে থেকে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।


এদিকে নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির কার্যালয় থেকে ভিজিএফের চাল বিতরণ করায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা। তারা বলছেন, ইউপি কার্যালয় বা কাছের একটি বিদ্যালয়ে থেকে চাল বিতরণ করা যেত। কিন্তু কামরুজ্জামান সোহেল আচরণবিধি লঙ্ঘন করে তার দলীয় কার্যালয়ে রেখে চাল বিতরণ করেছেন। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ চেয়েছেন প্রার্থীরা।


চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুর নবী চৌধুরী বলেন, আমিসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি। বিএনপি সমর্থিত ভোটারদের সহানুভূতি পেতে কামরুজ্জামান সোহেল তার দলীয় কার্যালয়ে রেখে সরকারি চাল বিতরণ করছেন। যেখানে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ঝুলানো রয়েছে। নির্বাচনের আগমুহূর্তে পরিকল্পিতাবে দলীয় কার্যালয়ে চাল বিতরণ করেন তিনি।


ইউপি কার্যালয় সূত্র জানায়, বিনামূল্যে রমজান ও ঈদ উপলক্ষ্যে গরিব মানুষের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। দালাল বাজার ইউনিয়নের ২ হাজার ১০০ জন দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।


ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন, আমাদের নিজস্ব ইউনিয়ন পরিষদ কার্যালয় নেই। ভাড়া জায়গায় কার্যালয়ের কার্যক্রম চালাতে হয়। সেখানে মাত্র দুটি কক্ষ রয়েছে। জায়গা না থাকায় বিএনপির কার্যালয়ে এনে চালগুলো বিতরণ করা হয়। বিতরণ শুরুর পরপরই আমি চলে এসেছি।


এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, বিষয়টি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। এটি কোনো প্রার্থীর কাছেই কাম্য নয়। ঘটনাটি খতিয়ে দেখে রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হবে।


বিবার্তা/সুমন/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com