রাজশাহীতে সুবিধা বঞ্চিত শিশুদের মেধাবৃত্তি প্রদান
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ২০:৪৮
রাজশাহীতে সুবিধা বঞ্চিত শিশুদের মেধাবৃত্তি প্রদান
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী পবা উপজেলায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।


৪ এপ্রিল, বৃহস্পতিবার শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি কর্মসূচির আওতায় লফস কার্যালয়ে প্রকল্পের অন্তর্ভুক্ত সুবিধা বঞ্চিত ১৬ জন
শিক্ষার্থীকে এই মেধাবৃত্তি প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহিদ হাসান রাসেল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা পবা, রাজশাহী।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হামিদুল ইসলাম, সহকারী শিক্ষক, মসজিদ মিশন একাডেমি, সভাপতিত্ব করেন লফস নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।


প্রধান অতিথি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জাহিদ হাসান রাসেল শিশু শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের আরও অগ্রগামী হতে হবে উল্লেখ করে বলেন, লেখাপড়ার পাশাপাশি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বাল্যবিবাহ থেকে বিরত থাকতে হবে। সমাজে প্রতিষ্ঠিত হতে হলে পরিশ্রমেন বিকল্প নাই। তিনি সকলকে পড়াশুনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।


লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন লফস এর প্রোগ্রাম অ্যাসিসটেন্ট টুম্পা পাল।


বিবার্তা/মোস্তাফিজুর/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com