ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির খাদ্যশস্য বিতরণ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ১৭:২৭
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির খাদ্যশস্য বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য সহায়তা বিতরণ শুভ উদ্বোধন করা হয়েছে।


৪ এপ্রিল, বৃহস্পতিবার সকালে শহরের পানির ট্যাঙ্কি উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ের কবির।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র মিজান আনসারী, মাছরাঙা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেল প্রমুখ।


এ সময় জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৪ হাজার ৬শ ২১টি কার্ড পেয়েছে যা ১০ কেজি করে বিভিন্ন ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে। সুষ্ঠুভাবে কার্ড বণ্টনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা তাদের অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। কোনোভাবেই যাতে গুনায় কোন কমবেশি না হয়।


বিবার্তা/নিয়ামুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com