নড়াইলে ১৫জন দুস্থ নারীকে বিনামূল্যে ২টি করে ছাগল বিতরণ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ১৫:৪০
নড়াইলে ১৫জন দুস্থ নারীকে বিনামূল্যে ২টি করে ছাগল বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে নবান্ন ও এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে ১৫জন দুস্থ নারীকে বিনামূল্যে ২টি করে ছাগল বিতরণ করা হয়েছে।


২৮ মার্চ, বৃহস্পতিবার দুপুরে নড়াইল ডিজিটাল লাইব্রেরির হলরুমে এ উপলক্ষ্যে ছাগল পালন প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


নবান্নের নির্বাহী পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।


এসময় প্রশিক্ষক ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. রোকনুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলামসহ প্রমুখ।


কমলাপুর গ্রামের মোমেনা বেগম বলেন, ছাগল বছরে অনেক বাচ্চা দেয়। এই ছাগল পালন করে আমি আমার ২ ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালাবো। ছাগল দুটিতে পালন করে আমি স্বাবলম্বী হতে পারবো। মোমেনা বেগমের মতো আরও ১৪ জন দুস্থ নারী পেয়েছেন দুটি করে ছাগল। এটা দিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বুনছেন তারা।


বক্তৃতায় পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, নবান্ন ও এনজিও ফাউন্ডেশনের এই সহায়তা আপনাদের স্বাবলম্বী হওয়ার জন্য।


নারীদের কর্মসংস্থান সৃষ্টি হবে পরিবার সচ্ছল হবে এটি বিক্রি করে খাওয়া যাবে না। এর খোঁজ খবর আমরা নিয়মিত রাখবো। ১৫ জন দুস্থ নারীকে ২টি করে মোট ৩০টি ছাগল বিতরণ করেন। এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় দুস্থদের কর্মসংস্থান এর অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সংগঠন নবান্ন।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com