খাগড়াছড়িতে সুশাসন প্রতিষ্ঠায় মত বিনিময় সভা
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১৮:৪৭
খাগড়াছড়িতে সুশাসন প্রতিষ্ঠায় মত বিনিময় সভা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ সভা বাস্তবায়ন করে।


২৭ মার্চ, বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।


এ সময় খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার হাওলাদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, হেডম্যান, কারবারি, সাংবাদিক, শিক্ষার্থীরাও এতে অংশ নেন।


মতবিনিময় সভায় সুশাসন প্রতিষ্ঠায় দায়িত্ব পালন, যথাযথ নিয়ম অনুসরণ করাসহ শুদ্ধাচারে নিজেদের ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় চাকরির ক্ষেত্রে নিজেদের করণীয়, দায়িত্ব পালনের সাথে সাথে নিষ্ঠা, সচেতনতা, নির্দেশনা, সহনশীলতা, দুর্নীতি প্রতিরোধের মধ্য দিয়ে এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।


বিবার্তা/মামুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com