
দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের কুতুব ডাঙ্গায় গাছ থেকে বাবুল রায় (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ।
১৭ মার্চ, রবিবার সকালের উপজেলার ঐ এলাকার পাঠানপাড়ায় জিগনী গাছ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাবুল রায় বর্তমানে বাঁশ দিয়ে ডালি তৈরি ও বিক্রির কাজ করেন বলে জানা গেছে। এর আগে দিনমজুরের কাজ করতেন। তার পরিবারে স্ত্রী ও ৩ ছেলে রয়েছে।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাঁপানি রোগে আক্রান্ত হয়ে স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসা নিচ্ছিলেন বাবুল রায়। চিকিৎসা নেওয়ার পরেও নিহতের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মানসিক ভাবে যন্ত্রণায় ভুগছিলেন তিনি। এই কারণে শনিবার (১৬ মার্চ) ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে থানা পুলিশ ও পরিবারের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, সরেজমিনে তদন্ত পূর্বক খোঁজ নিয়ে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে হাঁপানিতে অসুস্থ ছিলেন। সুরতহাল প্রতিবেদন ও নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিবার্তা/জামান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]