দুর্গাপুরে কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০১:২২
দুর্গাপুরে কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
দুগার্পুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুর্গাপুরে অনুষ্ঠিত হলো কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা।


৯ মার্চ, শনিবার দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।


এতে আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


এই আয়োজনে অংশগ্রহণ করেন দুর্গাপুরের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। তারা কিশোর গ্যাং নির্মূল করার জন্য নানা পরিকল্পনা তুলে ধরেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোশতাক আহমেদ রুহী বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বলতে যা বুঝি তাই করবো। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমাদের এলাকাকে মডেল এলাকা হিসেবে তৈরি করবো। এখানে কিশোর গ্যাং নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে ভূমিকা রাখতে হবে। আরো বেশি তৎপর হতে হবে। কারা কিশোর গ্যাংয়ের সদস্য তাদের লিস্ট আমাকে দেবেন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


বিবার্তা/পলাশ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com