গাইবান্ধায় ইপিজেড-টানেল নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ২১:০০
গাইবান্ধায় ইপিজেড-টানেল নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপন, গাইবান্ধায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ব্রহ্মপুত্র নদে টানেল, গ্যাস সংযোগ, সদর হাসপাতালে চিকিৎসার উন্নয়নের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে নাগরিক মঞ্চ গাইবান্ধা।


৯ মার্চ, শনিবার বেলা ১১টায় শহরের ডিবি রোডের গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা দেশের উন্নয়ন থেকে বঞ্চিত এলাকা। গাইবান্ধা শহর একটি পকেট শহরে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী অন্যান্য জেলা শহরের তুলনায় গাইবান্ধা উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া একটি জেলা শহর। গাইবান্ধা জেলা ভূতপূর্ব জেলা প্রশাসক ড. আনোয়ারুল হক সাহেব সাঁকোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেই প্রস্তাবকে ধামাচাপা দিয়ে একটি কুচক্রী মহল গাইবান্ধা জেলার শেষ প্রান্তে দিনাজপুর-জয়পুরহাট সংলগ্ন বিতর্কিত তিন ফসলি জমিতে ইপিজেড করার চক্রান্তে লিপ্ত। সাঁকোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ইপিজেড হলে রাজপথ, রেলপথ, নৌপথ ও হেলিপ্যাড বিদ্যমান। এখানে ইপিজেড করার মতো যথেষ্ট খাস জমি রয়েছে। সর্বোপরি গাইবান্ধা জেলার সকল উপজেলার মানুষ এই স্থানে সহজে আসতে পারবে।


বক্তারা গাইবান্ধায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ব্রহ্মপুত্র টানেল/ব্রিজ, গ্যাস সংযোগ, সদর হাসপাতালে চিকিৎসার উন্নয়নের দাবি করেন।


এসময় নাগরিক মঞ্চ গাইবান্ধা জেলার আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাজহার উল মান্নান, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সদস্য সচিব মোরশেদ হাসান দীপন, সদর উপজেলা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, সাঁকোয়া ব্রিজ সংলগ্ন ইপিজেড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এ্যাড. মো. ফারুক কবির, সদস্য সচিব এ্যাড. কুশলাষীশ চক্রবর্তী, এ্যাড. মোহাম্মদ আলী, মানবাধিকার কর্মী কাজী আব্দুল খালেক, জাতীয় শ্রমিক জোটের জেলা সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাবু, ব্যবসায়ী খলিলুর রহমান, নারী নেত্রী মিনু আক্তার, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম আলম, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর জেলা সভাপতি রোকনুদ্দৌলা।


বিবার্তা/খালেক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com