রাজধানীতে চোরচক্রের ১০ ভারতীয় গ্রেফতার
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১৭:৩৫
রাজধানীতে চোরচক্রের ১০ ভারতীয় গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে চোরাই ও চোরাচালানের মাধ্যমে দেশে আনা নানা পণ্যসহ ১০ জন ভারতীয় ও ১ বাংলাদেশি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


৭ মার্চ, বৃহস্পতিবার সকালে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মশিউর রহমান বিপিএম-বার, পিপিএম-সেবা এর নেতৃত্বে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।


তাদের হেফাজত থেকে ভারতে চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের ২১টি স্মার্টফোন, পাঁচটি ভারতীয় পাসপোর্ট, নগদ হাজার টাকাসহ বিপুল পরিমাণ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও জেল, কসমেটিক্স, থ্রি পিস, শার্ট, পুরুষ ও মহিলার জুতা, স্যান্ডেল, খালি প্যাকেট, কার্টন উদ্ধার করেছে।


গ্রেফতারকৃত ভারতীয় নাগরিকরা হলো- রাজা শাও (৩৯), পিতা- মাহাদেব শাও, থানা-চন্দন নগর, জেলা- হুগলী, পশ্চিম বঙ্গ, ভারত, পাসপোর্ট নং-Z6949325 ২. পঙ্খজ বিশ্বাস (৩৫), পিতা- পঞ্চানন বিশ্বাস, থানা- হাসখালী, জেলা- নদীয়া, পাসপোর্ট নং- N9409526; ৩. উৎপল মাইটি (২৫), পিতা- উত্তম মাইটি, থানা- উল্টাডাঙ্গা, জেলা- কলকাতা, পাসপোর্ট নং-Z5112388; ৪, সোনু বর্মন (২১) পিতা- বিনদ বর্মন, থানা- বাটপাড়া, জেলা- উত্তর ২৪ পরগনা,পাসপোর্ট নং-U 9252242; ৫. দীপঙ্কর ঘোষ (২৪) পিতা- নন্দ গোপাল ঘোষ, থানা- কৃঞ্চনগর, জেলা- নদীয়া, পাসপোর্ট নাই; ৬. রাজু দাস (২২), পিতা- মদন দাস, থানাঃ কৃঞ্চনগর, জেলা- নদীয়া, পাসপোর্ট নাই; ৭. সুজন দাস (২৭), পিতা- সুভাষ দাস, থানা- কৃঞ্চনগর, জেলা- নদীয়া, পাসপোর্ট নং-্Z 7252013, ৮. এস কে আজগর আলী (২১) পিতা- শেখ হায়দার আলী, থানা- ইকবালপুর, জেলা- কলকাতা, পাসপোর্ট নাই; ৯. লারাইব আশ্রাব (২১), পিতা- জাবেদ আশ্রাফ, থানা- ইকবালপুর, জেলা- কলকাতা, পাসপোর্ট নাই ১০. সমরজিৎ দাস (৩০), পিতা- বিফল দাস, থানা- কৃঞ্চগঞ্জ, জেলা- নদীয়া, পাসপোর্ট নং-X 7941656।



গ্রেফতারকৃত বাংলাদেশি ব্যবসায়ী হলো ১১. মো. মুরাদ গাজী (২৮), পিতা: মো. শহিদুল্লাহ গাজী সাং- চর পচন্দি, থানা- চাদপুর সদর, জেলা-চাদপুর। গ্রেফতারকৃত বাংলাদেশি মুরাদ গাজী তার বোন ববিকে নিয়ে মধ্য বাড্ডায় নিজস্ব বাসায় দীর্ঘদিন ধরে অনলাইনে ভারতীয় কাপড়-চোপড়, জুতা স্যান্ডেল, তেল, সাবান, কসমেটিক্স, সেক্স পিল ও জেল বিক্রি করে আসছে। নিম্নমানের এই সমস্ত সামগ্রীগুলো বিক্রয় সংক্রান্ত বহু রশিদ এবং রশিদ বই পাওয়া গেছে।


গ্রেফতারকৃত ভারতীয় এবং বাংলাদেশি ব্যবসায়ী স্বীকার করেছে ডিবি পুলিশ অভিযান চালিয়ে যে সমস্ত মালামালগুলো জব্দ করেছে তার কোনটাই বৈধ পথে আনা হয়নি। কলকাতা থেকে ঢাকার ক্যান্টনমেন্টে যে আন্তঃদেশীয় ট্রেন চলাচল করে সেই ট্রেনে করে তারা দীর্ঘদিন ধরে কোন ট্যাক্স পরিশোধ না করে এই ভারতীয় মালামালগুলো চোরাই পথে বাংলাদেশ আনে এবং বিক্রি করে।


গ্রেফতারকৃতরা স্বীকার করেছে ইতোপূর্বে তারা শত শত চোরাই মোবাইল, শত শত বোতল মদ এবং বিয়ার বাংলাদেশে এনে বিক্রি করেছে। রমজান মাস ও ঈদের পূর্বে মদ বিয়ার না এনে কোন শুল্ক /ভ্যাট পরিশোধ না করে অবৈধভাবে শুধু কসমেটিক্স, কাপড়-চোপড়, জুতা স্যান্ডেল, সেক্স পিল জেল এনে তারা মজুদ করছিল।


বাংলাদেশে নামাজ পড়তে গিয়ে, জনসভায় অংশগ্রহণ করতে গিয়ে, পথিমধ্যে চলতে গিয়ে অথবা মার্কেটিং করতে গিয়ে প্রতিদিন অনেক আইফোন ও স্যামসাংসহ অন্যান্য দামি ব্রান্ডের ফোন চুরি হয়। এ সংক্রান্তে চোররা ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রেই মোবাইল উদ্ধার হয় না। চোর এবং তাদের মহাজনদেরকে গ্রেফতার করে জানা গিয়েছে যে বাংলাদেশে চুরি হওয়া ভালো মানের দামি মোবাইলগুলো পার্শ্ববর্তী দেশগুলোতে বিক্রি হয়ে থাকে।


গ্রেফতারকৃত কয়েকজন এবং তাদের অপরাপর সহযোগীরা বাংলাদেশে চুরি হওয়া নামি দামি মোবাইলগুলো স্বল্প দামে কিনে ভারতের বাজারে বিক্রি করে বলে জানা গেছে।


ডিবি জানায়, গ্রেফতারকৃতরা রেলপথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে ভারতীয় পণ্য নিয়ে আসতো। এদেরমধ্যে ৫ জন ভারতীয় পাসপোর্ট দেখাতে পারলেও বাকিদের পাসপোর্ট নেই।


ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় এসব পণ্য দেশে বিক্রি হতো। বাংলাদেশ থেকে চুরি হওয়া দামি ফোনগুলো কোথায় যায়, মূলত সেগুলোর তদন্ত করতে গিয়েই এই চক্রের খোঁজ পায় তারা।


এই আসামিরা চোরাই ফোনের আইএমই নাম্বার পরিবর্তন করে ভারতে পাঠিয়ে দিতো বলেও জানান ডিএমপির ডিবি প্রধান। যে বাসায় তাদের গোডাউন, সেটির মালিক অনলাইনে এসব পণ্য বিক্রি করতেন বলেও জানিয়েছেন তিনি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com