রাস্তা-ঘাটে কলম দেখিয়ে সর্বস্ব লুট, গ্রেফতার ৩
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ২২:০৪
রাস্তা-ঘাটে কলম দেখিয়ে সর্বস্ব লুট, গ্রেফতার ৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দৈনন্দিন জীবনে চলার পথে হকারদের কাছ থেকে আমরা নানা জিনিস ক্রয় করে থাকি বা ক্রয়ের উদ্যেশে দেখে থাকি। কিন্তু বর্তমানে রাস্তা থেকে এসব জিনিস ক্রয় করেই বিপদে পড়তে হচ্ছে। একটি সংঘবদ্ধ চক্র গণপরিবহনে, বাস ও লঞ্চ টার্মিনাল এলাকায় বিক্রির জন্য কলম দেখিয়ে হিপনোটাইজ করে সর্বস্ব লুট ও অপহরণ করে মুক্তিপণ আদায় করছে।


সম্প্রতি সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সংঘবদ্ধ একটি চক্রের সন্ধান পায় ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।


৪ মার্চ, সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করা হয়।


ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ (এডিসি) জুনায়েদ আলম জানান, অভিনব কায়দায় কলমের ওপর বিশেষ ঔষধ লাগিয়ে ভিকটিমকে হিপনোটাইজের মাধ্যমে অপহরণ করে অর্থ আদায়কারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


অপরদিকে ওষুধ বিক্রির নামে প্রতারণা এবং ভেজাল ওষুধ বিক্রির দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


আগামীকাল মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com