রাজশাহী থেকে ২ স্কাউট সদস্য ১৫০ কি. মি. পায়ে হেঁটে হাকিমপুরে
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ১৯:০১
রাজশাহী থেকে ২ স্কাউট সদস্য ১৫০ কি. মি. পায়ে হেঁটে হাকিমপুরে
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'বিনা টিকিটে রেল ভ্রমণ দণ্ডনীয় অপরাধ, ট্রেনে পাথর নিক্ষেপ থেকে বিরত থাকি' স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ স্কাউটস, রাজশাহীর শিরইল রেলওয়ে কলোনির মুক্ত রোভার স্কাউট দলের


২ জন রোভার স্কাউটসের সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে ৪র্থ দিনে হাকিমপুর সরকারি কলেজে এসে পৌঁছায়।


জানা যায়, দলনেতা মো. আশরাফুল হোসেনের নেতৃত্বে অপর এক সদস্য মো. আবুল বাশার ও সেচ্ছাসেবক সদস্য মো. শামসাদ হোসাইন গত ২৫ জানুয়ারি তারিখে রাজশাহী রেলওয়ে স্টেশন হতে পায়ে হেঁটে রওনা হন।


এরপর ভবানীগঞ্জ নওগার রানীনগর রেলস্টেশন এসে যাত্রা বিরতি করেন। ভবানীগঞ্জ সরকারি কলেজে রাত্রী যাপন করেন।


দ্বিতীয় দিন পায়ে হেঁটে ভবানীগঞ্জ সরকারি কলেজ থেকে পায়ে হেঁটে রেলপথে সান্তাহার রেল জংশনে এসে যাত্রা বিরতি করে। সান্তাহার সরকারি কলেজে রাত্রী যাপন করে।


তৃতীয় দিন সান্তাহার রেল জংশন হতে পায়ে হেঁটে রওনা দিয়ে জয়পুরহাট রেলস্টেশনে পৌঁছে এবং জয়পুরহাট সরকারি কলেজে রাত্রী যাপন করে।


চতুর্থ দিন জয়পুরহাট থেকে রওনা হয়ে রেলপথে পায়ে হেঁটে হিলির জিরো পয়েন্ট এলাকার ৩৩৭ নং পিলার এলাকায় এসে যাত্রা বিরতি করে। পরে পায়ে হেঁটে হাকিমপুর সরকারি কলেজে বিকাল ৫:২৫ মিনিটে পৌঁছেন তারা।


এরপর আজ সোমবার সকালে ৩৩৭ নং পিলার হতে যাত্রা শুরু করে বিরামপুর রেলস্টেশনে পায়ে হেঁটে পৌঁছায়। পরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সাথে সাক্ষাতের মধ্যে দিয়ে তাদের ১৫০ কিলোমিটার পরিভ্রমণ সমাপ্তি ঘটে। ।


এসময় হাকিমপুর সরকারী কলেজে বাংলাদেশ স্কাউটস হাকিমপুর উপজেলার কাব লিডার মোঃ মহিদুল ইসলাম, মোঃ তারেক মাহমুদ,উপজেলা স্কাউট লিডার, মোঃ আনোয়ারুল হক টুকুসহ অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/রববানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com