
শৈত্য প্রবাহে নির্দেশনা অমান্য করে উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলার প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার অভিযোগে স্কুল পরিদর্শন করে ছুটি ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন।
২৮ জানুয়ারি, রবিবার সকালে উপজেলার মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুল খোলা থাকার সংবাদ পেয়ে সরেজমিন পরিদর্শন করার পর সত্যতা পাওয়ায় পাঠদান স্থগিত করে প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেন তিনি।
ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, চলমান শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের কথা চিন্তা করে ১০ ডিগ্রি এর নিচে তাপমাত্রা থাকলে পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।সেই নির্দেশনা অমান্য করে পাঠদান চলছে বলে জানতে পেরে সরেজমিনে গিয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।
বিবার্তা/জামান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]