গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১৯:৪২
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোবিন্দগঞ্জ টু গাইবান্ধা ভায়া নাকাই সড়কের ধর্মপুর বাজারে প্রাইভেটকারের চাপায় নিহত ২, আহত ৪জন। নিহত হলেন (৪৫) ধর্মপুর এলাকার নরেন এবং একই এলাকার মহেন্দ্র’র ছেলে প্রতাপ (৩০)।


২৬ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধর্মপুর মাছ বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত সিএনজিযোগে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে হরেন ও প্রতাপ এর মৃত্যু হয়। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয়রা জানান ঘাতক প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ -২১-১৭০২) গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাজার এলাকায় পথচারীদের চাপা দেয়। ড্রাইভার সহ গাড়িটিকে আটকে রেখেছে স্থানীয়রা।


এ বিষয়ে ওসি শামসুল আলম শাহ বলেন, স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে হরেন ও প্রতাপের মৃত্যু হয়। আর অন্যান্য আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বিবার্তা/আ. খালেক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com