খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে গাঁজার ক্ষেত ধ্বংস করলো প্রশাসন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে গাঁজার ক্ষেত ধ্বংস করলো প্রশাসন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পার্বত্য চট্টগ্রামে যুবসমাজ ধ্বংসে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারি চক্র। দুর্গম পাহাড়ে মাদকের বিস্তার ঘটাতে ব্যবসায়ীরা নির্জনে একের পর একর টিলা যুক্ত জমিতে গাঁজার চাষ করে আসছে। এমন একটি এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে হানা দেয় প্রশাসন।


খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকার ৩নং রাবার বাগানের পর চৌধুরী পাড়া এলাকায় দুর্গম পাহাড়ি ছড়ার পাড়ে প্রায় ৩ একর জায়গার উপর চাষ করা গাঁজা ক্ষেতের সন্ধান পায় প্রশাসন। এতে প্রায় ৩ হাজার গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করে দেয় প্রশাসন। যার আনুমানিক ওজন ৩০ হাজার কেজি, মূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।


১৬ জানুয়ারি, মঙ্গলবার সকালে সেনাবাহিনী, পুলিশ এর যৌথ অভিযান চালিয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিন নেতৃত্বে এতে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব চৌধুরীর সহ মাটিরাঙ্গা সেনা জোনের সদস্যরা এসব গাঁজা ক্ষেত কেটে ধ্বংস করে দেয়।


ঘটনাস্থল পরিদর্শন করেন, খাগড়াছড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম ও খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর। এ সময় অপরাধীদের বিষয়ে সজাগ থেকে মাদক কারবারিদের নির্মূলে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশ সুপার।


এর আগে সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব চৌধুরী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসন সচেষ্ট আছে। কোনো ধরনের মাদকের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। যে বা যারা যুব সমাজ ধ্বংসের জন্য মাদকের বিস্তারের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সজাগ রয়েছে প্রশাসন।


গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৩ একর জায়গার উপর চাষ করা গাঁজা ক্ষেতের সন্ধান পায় প্রশাসন। এতে যে গোষ্ঠীই জড়িত থাক তাদের ছাড় দেওয়া হবে না। জড়িতদের শনাক্তে প্রশাসন কাজ করছে জানিয়ে তিনি বলেন, বর্তমান পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ প্রশাসন সক্রিয় আছে। অপরাধীদের কোন ছাড় নেই বলে তিনি মন্তব্য করেন।


বিবার্তা/মামুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com