
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি, বুধবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বারাজার চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, অধ্যক্ষ শাহবুদ্দিন তালুকদার প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ৭১ পরাজিত শক্তি ৭৫ বঙ্গবন্ধু হত্যার খুনিরা যাতে করে মাথাচড়া দিয়ে না উঠতে পারে সে জন্যে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকাতে হবে।
বিবার্তা/রাজু/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]