কক্সবাজারে চালু হলো বিআরটিসির দ্বিতল সিটি বাস সার্ভিস
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১৯:১৩
কক্সবাজারে চালু হলো বিআরটিসির দ্বিতল সিটি বাস সার্ভিস
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো চালু হলো বিআরটিসির দ্বিতল সিটি বাস সার্ভিস। বাসগুলোকে ট্যুরিস্ট বাস নাম দিলেও স্থানীয়রাও যাতায়াত করতে পারবে সিটি বাসে করে। রেলস্টেশন থেকে শহরের শহিদ সরণি মোড় অর্থাৎ ঘুনগাছতলা পর্যন্ত নিয়মিত চলাচল করবে দ্বিতল বাসগুলো।


একটি বাসে ৭৫টি করে আসন রয়েছে। রেলস্টেশন থেকে ডলফিন মোড় জনপ্রতি ভাড়া পড়বে ১৫ টাকা, সুগন্ধা মোড় ২০ টাকা, লাবনী মোড় ২৫ টাকা, হলিডে মোড় ৩০ টাকা এবং ঘুনগাছতলা ৩৫ টাকা।


প্রথম দিনেই যাত্রীতে ভরা ছিল বাসগুলো। যাত্রীরা বলছেন সরকারি এমন সেবার মাধ্যমে অটোচালকদের দৌরাত্ম্য কমবে।


যাত্রীরা বলেন, রেলস্টেশনে থেকে ডলফিন মোড় যেতে চাইলে অটোওয়ালা ২০০/১৫০ টাকা ভাড়া চেয়ে বসেন। আমাদের ক্ষেত্রে যা বহন করা খুবই ব্যয়বহুল। বিআরটিসির এই সার্ভিস খুব ভালো উদ্যোগ। আমরা এমন উদ্যোগকে স্বাগত জানাই।


কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মোহাম্মদ মাসুদ রানা বলছেন, কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রেনের যাত্রীদের যাতে কোন অসুবিধা না-হয় সেকারণেই সার্ভিসটি চালু করা হয়েছে। যেখানে নামমাত্র মূল্যে পর্যটকরা কক্সবাজার শহরে যাতায়াত করতে পারবেন।


এছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কেও বিআরটিসির ছাদখোলা বাস সার্ভিসও চালু হচ্ছে শীঘ্রই।


বিবার্তা/ফরহাদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com