রাজশাহীতে ১৪ মামলার আসামিকে আবারো হিরোইনসহ গ্রেফতার
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ২০:৪১
রাজশাহীতে ১৪ মামলার আসামিকে আবারো হিরোইনসহ গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর দুর্গাপুর থানাধীন বহরামপুরে চৌদ্দ মামলার আসামিকে আবারো ১০০ গ্রাম হিরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহীর ডিবি পুলিশ।


১৫ আগস্ট, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে ওই মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম হিরোইন-সহ গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো. শহিদুল ইসলাম (৪২)। সে রাজশাহী জেলার দুর্গাপুর থানার মধ্যপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের পুত্র। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার দুর্গাপুরের পল্লীবিদ্যুৎ ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য ডিবি পুলিশ নিয়োজিত ছিল।


গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ১৫ আগস্ট, মঙ্গলবার রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন বহরামপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম তার বসতবাড়ির উত্তর পার্শ্বের মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিক্রি করছিলো।


এমন সংবাদের ভিত্তিতে সকাল ১০টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো. শহিদুল ইসলামের দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোঁচা হতে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম বাদামি রঙের হিরোইন-সহ তাকে গ্রেফতার করে।


এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।


উল্লেখ্য, অভিযুক্ত মো. শহিদুল ইসলাম একজন চিহ্নিত মাদককারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় ১৪টি মামলা রুজু হয়েছে।


বিবার্তা/রানা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com