ঢামেক হাসপাতালের বহির্বিভাগ থেকে গাঁজা উদ্ধার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ২৩:২৯
ঢামেক হাসপাতালের বহির্বিভাগ থেকে গাঁজা উদ্ধার
ঢামেক প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেডিকেল হাসপাতালের বহির্বিভাগে রোগীর স্বজনদের বিশ্রামের জায়গা থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (১৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে দু'টি চামড়ার ব‍্যাগ থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, প্রতিদিনের মতো আমি মাগরিবের নামাজ পড়ার পর সাধারণ টহলে বহির্বিভাগে যাই। সেখানে আমাদের হাসপাতালের পরিচালক মহোদয় রোগীর স্বজনদের বিশ্রামের জন্য কয়েকটি ছাতা এবং বেঞ্চ দিয়েছে। সেই বেঞ্চের ছাতার উপরের দিকে আমার চোখ পড়ে। সেখানে চকলেট কালারের দুইটি চামড়ার ব্যাগ দেখতে পাই।


তিনি বলেন, পরে ব্যাগ দুইটিতে দেখি এর ভিতরে ছোট ছোট পলিথিনে প‍্যাক করা গাঁজা রাখা আছে। পরে ব্যাগ দুইটি আমাদের পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। দু'টি থেকে ছোট ছোট পলিথিন মোড়ানো ৫১ টি প্যাকেটে গাজার পোটলা রাখা ছিল। যার ওজন আনুমানিক ৬৪০ গ্রাম।


তিনি আরও বলেন, বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/বুলবুল/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com