সিলেটে রেকর্ড বৃষ্টি, পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ২০:১৫
সিলেটে রেকর্ড বৃষ্টি, পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে বিরামহীন ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধ হতে শুরু করেছে নিম্নাঞ্চল। আবহাওয়া অফিস জানিয়েছে, এরই মধ্যে সিলেটে এ মৌসুমে সিলেটে দেশের সর্বোচ্চ ৩০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটিকে চলতি মৌসুমের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত বলছে আবহাওয়া অধিদফতর।


৩ জুলাই, সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়া অধিদফতরের সিলেট সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটে ২৪ ঘণ্টায় এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগামী ৪৮ ঘণ্টা এবং পরবর্তী ৪ থেকে ৫ দিন সিলেটে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।


টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকলেও বড় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।


এদিকে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। সালুটিকর-গোয়াইনঘাট সড়ক প্লাবিত হওয়ায় উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন রয়েছে।


সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র বলছে, সিলেটে কয়েকদিন ধরে দিনের বেলা বৃষ্টিপাত হচ্ছে। ফলে সকালের দিকে নদ-নদীর পানি কম থাকছে, সন্ধ্যার দিকে বেড়ে যাচ্ছে। অন্যদিকে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হচ্ছে। এতে সিলেটের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে সূত্রটি।


আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান জানান, জুলাই মাসে মৌসুমি ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কিছু জায়গায় স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com