ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত
প্রকাশ : ২০ জুন ২০২৩, ২১:৪১
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্য্যরে মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


২০ জুন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ইসকন এর উদ্যোগে বিপুলসংখ্যক ভক্তবৃন্দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রাটি শহরের শ্রীশ্রী রাধা মাধব মন্দির থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীশ্রী আনন্দময়ী কালিবাড়ীতে গিয়ে শেষ হয়। এসময় ঢাক, খোল, করতালসহ উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে চারপাশ। পুণ্যার্থীরা সৃষ্টির কল্যাণ কামনায় শ্রদ্ধাভরে জগন্নাথ দেবের কাছে ভক্তি নিবেদন করেন।


প্রসঙ্গত, আগামী ২৮ জুন আনন্দময়ী কালিবাড়ি থেকে উল্টো রথযাত্রা হওয়ার কথা থাকলেও পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় রাখতে একদিন আগে ২৭ জুন উল্টো রথযাত্রা করা হবে বলে জানিয়েছে ইসকন ব্রাহ্মণবাড়িয়া।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com