সারাদেশ
লামায় প্রণোদনার সার ও বীজ পেল ৮০০ কৃষক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১৬:২৩
লামায় প্রণোদনার সার ও বীজ পেল ৮০০ কৃষক
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় আমন চাষের জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ২০২২-২০২৩ অর্থবছরে রোপা আমন/২০২৩-২৪ মৌসুমে উফশী আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব প্রদানের উদ্যোগ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।


প্রতিজন কৃষককে সর্বোচ্চ এক বিঘা জমিতে ধান চাষের জন্য ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।


২০ জুন, মঙ্গলবার দুপুরে স্থানীয় টাউন হলে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উদ্ভোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ও মিন্টু কুমার সেন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অভিজিৎ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/আরমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com