লামায় বিনামূল্যে গাছের চারা ও উপকরণ প্রদান
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১৯:২২
লামায় বিনামূল্যে গাছের চারা ও উপকরণ প্রদান
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পার্বত্য অঞ্চলের ভূমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে বান্দরবান জেলার লামা উপজেলার ৫১ জন প্রান্তিক বাগান চাষিকে বিনামূল্যে ফলদ গাছের চারা ও উপকরণ প্রদান করেছে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ।


১৯ জুন, সোমবার দুপুরে সংস্থার অ্যাগ্রো ইকোলজি প্রকল্প-২ এর আওতায় উপকারভোগীর মাঝে এসব প্রদান করা হয়।


প্রতিজন বাগান চাষিকে দেয়া হয় ৮০টি ফলদ গাছের চারা ও ৫ হাজার টাকার উপকরণ।


উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি রাজা পাড়ার বাগান চাষি রুংপাও মুরুংয়ের হাতে চারা ও উপকরণ তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।


এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, প্রকল্পের বান্দরবান কর্মসূচি কর্মকর্তা রুপনা দাশ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা সিপু গোমেজ, প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, হিউমেন্টারিয়ান ফাউন্ডেশনের মাঠ সহায়ক বীর সিংস চাকমা, সাংবাদিক মো. নুরুল করিম আরমান, মাঠ সহায়ক পংমে মার্মা, মিকাইল ত্রিপুরা, অংনুচিং মার্মা উপস্থিত ছিলেন।


এর আগে একই প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার প্রধান অতিথি ছিলেন।


এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন ও উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল প্রমুখ।


সেমিনারে সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্পের ৫১জন উপকারভোগী অংশ গ্রহণ করেন।


এ বিষয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, মূলত পার্বত্য অঞ্চলের ভূমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও আত্মসাজিক অবস্থার উন্নয়ন পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতেই কারিতাস বাংলাদেশের সিপিপি পিএইপি-২ প্রকল্পের ৫১ জন বাগান চাষীদের ৪ হাজার ৫০০টি বিভিন্ন প্রজাতির ফলের চারা প্রদান করা হয়। এতে আম, লিচু, কমলা, মাল্টা, সফেদা, লটকন, আমড়া, পেয়ারা, লেবু সহ ২০ প্রকারের চারা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।


বিবার্তা/আরমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com