রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে আটক ১
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ১৬:৩১
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে আটক ১
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকালে একজনকে আটক করেছে র‍্যাব।


৭ এপ্রিল, শুক্রবার বিকালে কক্সবাজার সদরের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


৮ এপ্রিল, শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।



আটক মো. আরিফ হোসেন ওরফে নাইগ্যা (২৭) ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প মুচনীর বি ব্লকের বাসিন্দা। এর আগে ৬ এপ্রিল, বৃহষ্পতিবার তিনজনকে আটক করে র‍্যাব-১৫।


কর্নেল সাইফুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীর কাছে অস্ত্র সরবরাহের খবর পেয়ে বাহারছড়ায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। র‍্যাবের অভিযান টের পেয়ে পালানোর সময় একজনকে আটক করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটার গান, ১টি থ্রি কোয়ার্টার গান, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।’


তিনি আরও বলেন, ‘আরসা সংগঠনকে অস্ত্র সরবরাহকারীদের চিহ্নিত করে আটক করছি আমরা। ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।


আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।


বিবার্তা/তাফহীমুল/মোবারক/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com