ডাকাতিকে বাধা দেওয়ায় খুন করে লুট
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ১২:৪০
ডাকাতিকে বাধা দেওয়ায় খুন করে লুট
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে লুটপাটের সময় বাধা দেওয়ায় পরিবারের একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ঘরের স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। তবে এটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড- তা নিশ্চিত নয় পুলিশ।


১২ মার্চ রবিবার রাত ৩টার দিকে সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড সালনা পশ্চিম মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মহিউর সুনাল চৌধুরী গাজীপুর সালনা মোল্লাপড়া এলাকার মৃত এ কেএম জালাল উদ্দিনের ছেলে। গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।


গাজীপুর মেট্রোপলিটনের এসআই মো. বায়েজিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে এটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড- তাৎক্ষণিক তা বলা যাচ্ছে না।


ভুক্তভোগী পরিবারের বরাতে তিনি বলেন, ‘রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা গ্রিল কেটে জালাল উদ্দিনের ঘরে ঢুকে লুটপাট শুরু করে। এ সময় কলেজছাত্র মহিউর তাদের বাধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ঘরের স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’


এসআই বলেন, ‘ঘটনাটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তদন্ত ছাড়া তা বলা সম্ভব নয়। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা আলামত সংগ্রহে কাজ করছেন।’


নিহতের মা মেহজাবিন বলেন, ‘রাত ৩টার দিকে কয়েকজন যুবক গ্রিল কেটে ঘরে ঢুকে কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫-৩০ হাজার টাকা নিয়ে যায়। তারা আমার ছেলেক হত্যা করেছে।’


কোনো শত্রুতা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ছেলে মোবাইলে বিভিন্ন গেম খেলত। সেই গেমের আইডি বিক্রি করার টাকা নিয়ে এলাকার ছেলেদের সঙ্গে ঝামেলা হয়েছিল। পরে অবশ্য সেটির মিমাংসা হয়ে গেছে। কিন্তু সেটি ৪-৫ মাস আগের ঘটনা।’


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com