প্রকল্পের কাজ না করেই অর্থ উত্তোলনের অভিযোগ: দুদকের অভিযান
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ২৩:০৮
প্রকল্পের কাজ না করেই অর্থ  উত্তোলনের অভিযোগ: দুদকের অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জ জেলার ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের কাজ না করে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাত করার অভিযোগে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।


রবিবার (১২ মার্চ) দুদক সমন্বিত জেলা কার্যালয় কিশোরগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট টিম অভিযানটি পরিচালনা করে।


অভিযানকালে উপজেলা চেয়ার‍ম্যানের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি যাচাই করতে গেলে প্রকল্প সংক্রান্ত রেজুল্যাশন ব্যতীত অন্য কোন রেকর্ডপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিব এনফোর্সমেন্ট টিমের সামনে উপস্থাপন করতে পারেন নি।


তাছাড়া, অভিযানকালে টিমের সদস্যরা অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্প দুইটি পরিদর্শন করে এবং স্থানীয় জনসাধারনের নিকট এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।


পরিদর্শনকালে সার্বিক হিবেচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।


বিবার্তা /সানজিদা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com