নেত্রকোণায় পিকনিকের বাস উল্টে নিহত ১; আহত ৩৬
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩, ১৮:১৮
নেত্রকোণায় পিকনিকের বাস উল্টে নিহত ১; আহত ৩৬
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর এলাকায় একটি পিকনিকের বাস উল্টে ১জন নিহত ও অন্তত ৩৬ জন আহত হয়েছে। ৮ মার্চ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হিমেল শেখ (১২)। সে ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া মাদরাসা ছাত্র ছিল।


মুক্তাগাছার ওই মাদরাসার সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম প্রতিবেদক’কে জানান, শিক্ষক-শিক্ষার্থী সহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। এদের মধ্যে বেশিরভাগই ছিল মাদরাসার শিশু শিক্ষার্থী। বাসটি সকাল ১০টার দিকে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেত উল্টে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শিক্ষার্থী হিমেল। এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লক্ষীপুর মাদরাসায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এদের মধ্যে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাকসুদা আক্তার রিমি বলেন, সকাল থেকেই দুর্ঘটনার রোগি হাসপাতালে আসা শুরু করেছে। এদের মধ্যে গুরুতর আহত সারা আক্তার (৫) নামের এক শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ১১ জনকে, অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।


বিবার্তা/রফিক/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com