বগুড়ায় পলিশের হাতে আটক ভুয়া ম্যাজিস্ট্রেট
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪১
বগুড়ায় পলিশের হাতে আটক ভুয়া ম্যাজিস্ট্রেট
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলাতে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ থানা। রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড মোড় থেকে তাকে আটক করা হয়।


আটককৃত ব্যক্তি হলেন- গাইবান্ধা সদর উপজেলার চকবারুল এলাকার সঞ্জয় কুমার দেবনাথ। পেশায় পল্লী চিকিৎসক হলেও ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা করতেন সঞ্জয়।  


দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, ‘রোববার রাত ৮টার দিকে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের তার পরিচয়পত্র দেখিয়ে নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট (৩৯তম বিসিএস) পরিচয় দিয়ে চেকপোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করেন। এ সময় সন্দেহ হলে পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয়পত্র ভুয়া বলে স্বীকার করেন। পরে পুলিশ তাকে আটক করে।’


তিনি আরো জানান, আটক সঞ্জয় একজন পেশাদার প্রতারক। তার নামে একাধিক প্রতারণার মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরেকটি মামলা করে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হবে।


বিবার্তা/রাহেনুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com