হিলিতে ঐতিহ্যবাহী নবারুন ক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৩
হিলিতে ঐতিহ্যবাহী নবারুন ক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নানান আয়োজনে মনোমুগ্ধকর পরিবেশে দিনাজপুরের হিলি সীমান্তের কোলঘেঁষে অবস্থিত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন নবারুন পাঠাগার ও ক্লাবের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  


বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে নবারুণ পাঠাগার ও ক্লাবের নিজস্ব কার্যালয়ে বিশাল আকারের কেক-কেটা, আলোচনা সভা, ভাষার মাসের বই বিতরণ, অর্ধশত প্রকার ফল খাওয়া, আঁতশবাজি-পটকা ফোটানো ও প্রিয় ক্লাবকে লাল নীল হলুদ আলোয় সাজানোর মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করা হয়েছে। 


নবারুণ পাঠাগার ও ক্লাবের সভাপতি হাসান চৌধুরী (মধু) এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান মিলন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন মল্লিক প্রতাব, উপজেলা শ্রমিকলীগ নেতা গোলাম মোর্শেদ, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সম্পাদক মুরাদ ইমাম কবীর, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, নবারুণ ক্লাবের অন্যতম সদস্য ইনামুল হক, কুটি দাস, সাজু মুন্সী, উজ্জ্বল, জসিমুল হক ডিটু, পলি রানী, মনি আক্তার, আল রাফি, পলাশসহ অনেকেই।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com