রেললাইনে বসে মোবাইলে মনোযোগী ৩ তরুণ, কাটা পড়ে প্রাণ গেল একজনের
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ১০:২৩
রেললাইনে বসে মোবাইলে মনোযোগী ৩ তরুণ, কাটা পড়ে প্রাণ গেল একজনের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রেললাইনে বসে মোবাইল ফোন নিয়ে মনোযোগী ছিলেন ৩ তরুণ। এ সময় ট্রেনে কাটা পড়ে রিমঝিম (২০) নামের একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন অপর দুইজন।


শনিবার (২১ জানুয়ারি) রাত ১২টার দিকে পুনিয়াউট এলাকার রেললাইনে এই ঘটনা ঘটে।


নিহত রিমঝিম জেলা শহরের সরকার পাড়া এলাকার মনজু মিয়ার ছেলে। আহতরা হলেন- সরকারপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে আরাফাত (২২) ও বাদশা মিয়ার ছেলে দিপু মিয়া (২৫)।


ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাতে পুনিয়াউট এলাকায় তিন তরুণ ঢাকাগামী রেললাইনে বসে মোবাইল চালাচ্ছিলেন। তারা গভীর মনোযোগে মোবাইল ব্যবহার করায় দ্রুতগামী ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি।


এ সময় তিন তরুণই ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলে রিমঝিম নামে একজন নিহত হন। বাকি দুই তরুণ পা ও মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।


বিবার্তা/নিয়ামুল/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com