টেকনাফে ১৪ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ২২:০১
টেকনাফে ১৪ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবা ও সিএনজিসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫।


আটকরা হলেন,টেকনাফ সাবরাং আসারবুনিয়া এলাকার মো. আজিজুর রহমানের ছেলে মো. আব্দুল্লাহ (২০), সাবরাং লেজির পাড়া এলাকার সলিমুল্লাহ এর ছেলে মো. আব্দুল্লাহ (২৪) ও টেকনাফ মিঠা পানিরছড়া এলাকার শফিক আহম্মদের ছেলে মো. ইউনুস(৩২)।


শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।


তিনি জানান, একটি সিএনজি অবৈধভাবে ইয়াবা নিয়ে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসছিল। এ সময় র‍্যাবের আভিযানিক দল অবগত হয়ে টেকনাফের উত্তর বড়ইতলী বায়তুর রহমান জামে মসজিদের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সে মূহুর্তে সিএনজি চেকপোস্টের সামনে আসলে র‍্যাব সদস্যরা সিএনজি থামানোর সংকেত দেয় তারা সিএনজি ফেলে পালানোর চেষ্টা করলে সিএনজি এর ড্রাইভারসহ তিনজনকে গ্রেফতার করে। তাদের দেহ ও সিএনজি তল্লাশী করে (১৪ হাজার) ইয়াবাসহ সিএনজি জব্দ করে র‍্যাব।


আটকরা জানায়,তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগ সাজশে ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল। আজ র‍্যাবের তারা কাছে স্বীকার করে।


র‍্যাব জানায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।


বিবার্তা/তাফহীমুল/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com